Join Whatsapp Group

Join Telegram Group

আধুনিক ইউরোপ 1453 – 1648 [Modern Europe 1453 – 1648] | Nana Ronger Itihas

 

মানুষের ইতিহাস – আধুনিক ইউরোপ | Human History – Modern Europe Book – By আব্দুল হালিম | নুরুন নাহার বেগম

[PDF] মানুষের ইতিহাস – আধুনিক ইউরোপ | Human History – Modern Europe

মানুষের ইতিহাস – আধুনিক ইউরোপ | Human History – Modern Europe

ভূমিকা

মানুষের ইতিহাস প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ (১৭৮৯-১৯১৯) ইতোমধ্যেই তিন খণ্ডে প্রকাশিত হয়েছে। বর্তমান মানুষের ইতিহাস : আধুনিক ইউরোপ গ্রন্থটিতে ১৪৫৩ থেকে ১৬৪৮ খ্রিস্টাব্দে পর্যন্ত ইউরোপের ইতিহাস বর্ণিত হয়েছে। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও এটির সম্পূর্ণ ইতিহাস ১৭৮৯ সাল পর্যন্ত লেখা সম্ভব হলনা। এ গ্রন্থের অন্যতম লেখক অধ্যাপক আবদুল হালিম নয় ফেব্রুয়ারি ২০০৫ সালে পরলোক গমন করেছেন। তাঁর একান্ত ইচ্ছা ছিল এ গ্রন্থটি পুস্তকাকারে মুদ্রিত অবস্থায় দেখে যাওয়া। তাঁর সে ইচ্ছা পূর্ণ না হওয়ায় দুঃখ তাই রয়েই গেল ।

এ গ্রন্থে ইউরোপের ইতিহাস কেবলমাত্র লিপিবদ্ধ করা হলেও এই সময়কালেই পৃথিবীর অন্যতম যুগান্তকারী ঘটনাগুলো ঘটেছে। এ সময়কালেই ইউরোপ মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তীর্ণ হয়েছে। সংঘটিত হয়েছে ভৌগোলিক আবিষ্কার, রেনেসাঁ, ধর্ম সংস্কার আন্দোলন ও জাতীয় রাষ্ট্রের অভ্যুদয়ের মত প্রধান ঘটনা। সামন্ত্রতন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ এ সময়েই শুরু হয় এবং ইউরোপ পুঁজিবাদে উত্তরণের স্বার্থে যেমন অত্যাশ্বর্য বৈজ্ঞানিক আবিস্কারগুলো ঘটিয়েছিল তেমনি সারা পৃথিবীকে উপনিবেশবাদের জালে আবদ্ধ করে ফেলেছিল। আজকের পৃথিবী সে সময়কালের পরবর্তী রূপ ।

বইটি আশা করি ইতিহাসের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।

নূরুন নাহার বেগম

সূচিপত্র

প্রথম অধ্যায়

মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ

১. অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন

(ক) শহরগুলোর উৎপত্তি (খ) ক্রুসেডের পরিণাম (গ) ম্যানরগুলোর ভাঙন (ঘ) শ্রম শক্তির অভাব (ঙ) এনক্লোজারের পরিণতি (চ) ধনতন্ত্র তথা পুঁজিবাদের উন্মেষ, গিল্ডপ্রথা ও তার ভাঙন (ছ) অবাধ বাণিজ্যের বিকাশ (জ) ভৌগোলিক আবিষ্কার

২. সামাজিক পরিবর্তন

(ক) বার্গার বা মধ্যবিত্তশ্রেণীর বিকাশ

৩. ধর্মীয় পরিবর্তন

(ক) পোপের ক্ষমতা হ্রাস: পোপের দুর্নীতির বিরুদ্ধে সাহিত্যে প্রতিবাদ (খ) প্রোটেস্ট্যান্ট আন্দোলন

৪. রাজনৈতিক পরিবর্তন

(ক) ভাষাভিত্তিক জাতীয়তাবোধের জন্ম (খ) বুর্জোয়াদের ভূমিকা (গ) আঞ্চলিক ভাষা জাতীয় ভাষায় রূপান্তরিত (ঘ) শক্তিশালী রাজতন্ত্রের বিকাশ (ঙ) ঐতিহাসিক ঘটনাবলীর প্রভাব (চ) ব্যক্তিস্বাতন্ত্র্যের বিকাশ

৫. বিজ্ঞান ও কারিগরি আবিষ্কার

(ক) অশ্বশক্তির ব্যবহার (খ) পানি ও বায়ুকল (গ) জাহাজের হাল ও কম্পাস (ঘ) বারুদের আবিষ্কার (ঙ) কাচের আবিষ্কার (চ) কাগজ ও মুদ্রণযন্ত্র (ছ) ফলাফল

দ্বিতীয় অধ্যায়

ভৌগোলিক আবিষ্কার

১. ভৌগোলিক আবিষ্কারের কারণ

  • অর্থনৈতিক কারণ (ক) প্রচলিত বাণিজ্যপথ (খ) বাণিজ্যদ্রব্য

২. কনস্টান্টিনোপলের পতন

৩. ইউরোপে বিলাস্রব্যের চাহিদা

৪. ধর্মীয় কারণ

৫. অ্যাডভেঞ্চারের নেশা

৬. বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার

ভৌগোলিক আবিষ্কারের অভিযান

  • পর্তুগালের অভিযান। স্পেনের অভিযান

আমেরিকা মহাদেশ আবিষ্কার

  • কলম্বাসের অভিযান ॥ ভারতবর্ষের জলপথ আবিষ্কার ॥ অন্যান্য ভূখণ্ড আবিষ্কার ॥ ম্যাগেলানের অভিযান

পর্তুগাল ও স্পেনের ঔপনিবেশিক শাসন

পর্তুগালের ঔপনিবেশিক সাম্রাজ্য

  • আলবুকার্ক ॥ এশিয়ায় পর্তুগিজ উপনিবেশ। আফ্রিকায় পর্তুগিজ উপনিবেশ

মানুষের ইতিহাস : আধুনিক ইউরোপ

স্পেনের ঔপনিবেশিক সাম্রাজ্য

  • মেস্কিকো দখল ॥ পেরু দখল আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও ইকুয়েডর দখল । ফিলিপাইনে ইউরোপীয়করণ

ইংল্যান্ডের ভৌগোলিক অভিযান

  • ক্যাবটের অভিযান ॥ জন হকিন্সের অভিযান

ফ্রান্সের ভৌগোলিক অভিযান ভৌগোলিক আবিষ্কারের ফলাফল

  • অর্থনৈতিক ॥ বণিক পুঁজিবাদের জন্ম । গিল্ডপ্রথার ভাঙন : অবাধ বাণিজ্য |

সামাজিক ফলাফল

  • বার্গারশ্রেণীর জন্ম

রাজনৈতিক ফলাফল

  • গণতান্ত্রিক ও স্বাধীনতা সংগ্ৰাম

সাংস্কৃতিক ফলাফল

  • রেনেসাঁর জন্ম

তৃতীয় অধ্যায় 

ধনতন্ত্রের বিকাশ

  • ধনতন্ত্রের উন্মেষস্থল : ইতালি
  • ধনতন্ত্রের বিকাশের সম্ভাবনা : পর্তুগাল ও স্পেন
  • ধনতন্ত্রের প্রথম প্রয়োগ : নেদারল্যান্ডস
  • ধনতন্ত্রের সফল জন্মভূমি : ইংল্যান্ড

চতুর্থ অধ্যায়

রেনেসাঁ বা নবজাগরণ

রেনেসাঁর অর্থ :

ক. ইহজাগতিকতা খ. মানবতাবাদ গ. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ ঘ. সৌন্দর্যবোধ ঙ. বিজ্ঞানমনস্কতা

ইতালির রেনেসাঁ

ইতালিতে রেনেসাঁর উৎপত্তির কারণ

ইতালির রেনেসাঁ-যুগের শিল্পকলা (চিত্রশিল্প ও ভাস্কর্য)

চিত্রশিল্প

  • Trecento যুগ Quttro: যুগ। ম্যাসাচ্চিও। সান্দ্রো বত্তিচেরি। লিওনার্দো দা ভিঞ্চি। টিশিয়ান, গির্গিওন, তিনতোরেত্তো ॥ রাফায়েল। মাইকেল এঞ্জেলো

ভাস্কর্য ও স্থাপত্য

  • দোনাতেল্লো ৷ মাইকেল এঞ্জেলো ।

রেনেসাঁর সাহিত্য

  • দান্তে ॥ পেত্রার্ক (১৩০৪-১৩৭০) । বোকাচ্চিও (১৩১৩-১৩৭৫) ॥

অন্যান্য সাহিত্য

  • মহাকাব্য, নাটক

ইতিহাস

রেনেসাঁর বিজ্ঞান

রেনেসার মূল্যায়ন

রেনেসাঁর সীমাবদ্ধ

পঞ্চম অধ্যায়

ধর্ম সংস্কার আন্দোলন

ধর্ম সংস্কার আন্দোলনের কারণ

১. চার্চের দুর্নীতি :

  • (ক) পোপের বিলাসিতা (খ) নিযুক্তিপত্র বিক্রয় (গ) অবৈধ বিবাহ সম্পর্কিত ফি (ঘ) পোপের ইচ্ছাপত্র বিক্রি (ঙ) চার্চের জাঁকজমক (চ) পবিত্র বস্তু প্রদর্শন (ছ) মঠের দুর্নীতি

২. মতাদর্শগত কারণ

৩. রাজনৈতিক কারণ

  • (ক) জাতীয় চেতনার উন্মেষ (খ) পোপের বিরুদ্ধে রাজার বিরোধিতা

৪. অর্থনৈতিক কারণ

  • (ক) চার্চ ও মঠের সম্পত্তি দখল (খ) পোপের বিভিন্ন কর ও সম্পদ বাইরে পাচার

৫. প্রত্যক্ষ কারণ

জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলন কেন শুরু হয়েছিল?
ধর্মসংস্কার আন্দোলন ও মার্টিন লুথার

  • পোপের ইচ্ছাপত্র বিক্রি ॥ লুথারের পঁচানব্বইটি থিসিস ॥ লুথারের বিরুদ্ধে পোপের বুল ॥ 

মার্টিন লুথারের ধর্মমত

  • কৃষক বিদ্রোহ :

জুইংলি ও ক্যালভিন মতবাদ

জন ক্যালভিন

ক্যালভিনের ধর্মমতের সারকথা

লুথার ও ক্যালভিনের মতবাদের পার্থক্য

ষষ্ঠ অধ্যায়

ক্যাথলিক চার্চের সংস্কার বা ধর্মীয় প্রতিসংস্কার 

প্রতিসংস্কার আন্দোলনের অঙ্গ-সংগঠন

১. ট্রেন্ট এর সাধারণ সভা কার্যাবলী ॥ পুস্তকের তালিকা (Index) প্রস্তুত করা

২. ধর্মীয় আদালত (ইনকুইজিশন)

  • কার্যাবলী :

৩. যিশুর সমিতি (Society of Jesus)

  • লয়োলার জীবনী ও কার্যাবলী। জেসুইটদের উদ্দেশ্য ও কার্যাবলী

জেসুইটদের সাফল্য

জেসুইট সংঘের অবসান

সপ্তম অধ্যায়

স্পেনের ইতিহাস

পঞ্চম চার্লস

চার্লস-এর শৈশব

স্পেনের সিংহাসনে পঞ্চম চার্লস

চার্লস-এর বিরুদ্ধে বিদ্রোহ

চার্লস-এর নীতি

  • পঞ্চম চার্লস-এর জার্মানি গমন। পবিত্র রোমান সম্রাটের পদে প্রতিদ্বন্দ্বিতা ॥ ফরাসিদের বিরুদ্ধে
  • পঞ্চম চার্লস-এর লড়াই

স্পেন ও ফ্রান্সের মধ্যকার যুদ্ধ

ইতালিতে চার্লস এর সৈন্যদের তাণ্ডব

মানুষের ইতিহাস : আধুনিক ইউরোপ

তুরস্কের সাথে বিরোধ

পঞ্চম চার্লস এর অবসরগ্রহণ

দ্বিতীয় ফিলিপ

স্পেনের উপনিবেশের স্বরূপ

অষ্টম অধ্যায়

নেদারল্যান্ডস-এর ইতিহাস

নেদারল্যান্ডস-এর পরিচয়

নেদারল্যান্ডস-এর অর্থনীতি

নেদারল্যান্ডস এর স্বাধীনতাযুদ্ধ

  • ক. রাজনৈতিক কারণ খ. অর্থনৈতিক কারণ গ. ধর্মীয় কারণ ঘ. ব্যক্তিগত বিষয় : এন্টওয়ার্দে বিদ্রোহ

ডিউক অব আলভা

ওলন্দাজদের সাফল্যের কারণ

নেদারল্যান্ডস-এর পরবর্তী ইতিহাস

নেদারল্যান্ডস্-এর উপনিবেশ বিস্তার

নেদারল্যান্ডস প্রজাতন্ত্রের অবসান

নবম অধ্যায়

ফ্রান্সের গৃহযুদ্ধ

কনকরডাট-এর ফলাফল

সম্রাট চতুর্থ হেনরি

ডিউক অফ সালি

সালির অর্থ ব্যবস্থা

উপনিবেশ স্থাপন

দশম অধ্যায়

চতুর্থ হেনরি-পরবর্তী ফ্রান্স

কার্ডিনাল রিশল্যু

  • রিগুলার উদ্দেশ্য । হিউগনোদের দমন । অভিজাতদের দমন – শাসনব্যবস্থার পুনর্গঠন

রিশল্যর বৈদেশিক নীতি

রিশল্যুর কৃতিত্ব

ম্যাজারিন

  • প্রথম ফ্ৰন্ড বিদ্রোহ। দ্বিতীয় ফ্রন্ড বিদ্রোহ। ম্যাজারিনের ব্যর্থতা

একাদশ অধ্যায়

ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ

যুদ্ধের কারণসমূহ

প্রত্যক্ষ যুদ্ধের সূত্রপাত

  • বোহেমিয়ান পর্ব । ডেনিশ পর্ব । সুইডিশ পর্ব । ফরাসি পর্ব ।

যুদ্ধের ফলাফল

  • (ক) ওয়েস্টফেলিয়ার চুক্তি (খ) মূল্যায়ন (গ) আধুনিক রাষ্ট্রব্যবস্থার উৎপত্তি (ঘ) আন্তর্জাতিক আইনের জন্ম
নানা রঙের ইতিহাসে স্বাগতম। পাঠকের জন্য শুভকামনা। এই বইটি ইতিহাস অনার্স ছাত্র-ছাত্রীদের জন্য আদর্শ বই । এই বই নির্দ্বিধায় পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যাবহার করতে পারেন। 
আমরা ইতিহাস নিয়ে কাজ করে থাকি। ইতিহাস নিয়ে কোন প্রশ্ন নিয়ে আমাদের সাথে আলোচনা করতে, আমাদের Whasapp Group & Telegram Channel এ যোগ দিন।

e-Book View
মানুষের ইতিহাস – আধুনিক ইউরোপ Download link
Language Bengali
File Size 7.83 MB

Leave a Comment