Join Whatsapp Group

Join Telegram Group

[New] প্রাগৈতিহাসিক যুগ বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ) History Quiz Practice । Nana Ronger Itihas

 

প্রাগৈতিহাসিক যুগ বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি (MCQ) । History Quiz Practice ।  Nana Ronger Itihas
প্রাগৈতিহাসিক যুগ: প্রস্তর যুগে ভারত – প্ৰাচীন প্রস্তর যুগে ভারত, মধ্যপ্রস্তর  যুগ, নব্যপ্রস্তর যুগ
Pre-historic Age:  India in the Stone Age –  Paleolithic  Age,  Mesolithic  Stone Age, Neolithic Age,
প্রাগৈতিহাসিক যুগ mcq
প্রাগৈতিহাসিক যুগ Online Test

1. হলোসিন যুগের পূর্বে বিদ্যমান ছিল—






Answer is C)
প্লেইস্টোসিন যুগ


2. ‘প্রাক-ইতিহাস’ শব্দটি প্রথম ব্যবহার করেন-






Answer is B)
পল তুর্নাল


3. এখনও পর্যন্ত প্রাপ্ত প্রাচীনতম মানব নিদর্শনের সন্ধান মিলেছে-






Answer is A)
কেনিয়ার ও ন্ড্রুভাই গিরিখাতে


4. ভারতে পুরাপ্রস্তর যুগের এক রমণীর মাথার খুলি পাওয়া গেছে-






Answer is A)
মধ্যপ্রদেশের হাথনোরা গ্রামে


5. নিম্ন পুরাপ্রস্তর যুগে উত্তর ভারতে প্রধান হাতিয়ার ছিল পাথরের তৈরি-






Answer is D)
কোপানি


6. নিম্ন পুরাপ্রস্তর যুগে দক্ষিণ ভারতে প্রধান হাতিয়ার ছিল পাথরের তৈরি-






Answer is C)
হাত-কুড়াল




7. ভীমবেটকা প্রত্নক্ষেত্রটি অবস্থিত—






Answer is D)
মধ্যপ্রদেশে


8. ‘বালাকোট’ প্রত্নক্ষেত্রটি অবস্থিত—






Answer is A)
বালুচিস্তানে


9. পৈয়মপল্লি প্রত্নক্ষেত্রটি অবস্থিত—






Answer is A)
তামিলনাডুতে


10. কাশ্মীরের নব্যপ্রস্তর যুগের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হল-






Answer is B)
বুজাহোম


11. ভারতীয় উপমহাদেশে কার্পাস উৎপাদনের প্রাচীনতম নিদর্শন অগ্নিদগ্ধ কার্পাস দানা পাওয়া গেছে-






Answer is A)
মেহেরগড়ে




12. মেহেরগড় সভ্যতা যে-নদীর তীরে গড়ে উঠেছিল, সেটি হল-






Answer is B)
বোলান


13. ভারতে কোথা থেকে প্রথম মানুষের আগমন ঘটেছিল ?






Answer is A)
আফ্রিকা


14. মেহেরগড় সভ্যতা কোন্ যুগের সভ্যতা ?






Answer is B)
নব্যপ্রস্তর যুগের


15. ভারতবর্ষে প্রথম গ্রাম গড়ে উঠেছিল—






Answer is C)
নব্যপ্রস্তর যুগে


16. কৃষি ও পশুপালনের বিকাশ, চাকের ব্যবহারে মৃৎশিল্পের প্রসার এবং বয়ন শিল্পের সূচনা—এইসব বৈশিষ্ট্য কোন্ সংস্কৃতির সঙ্গে যুক্ত ?






Answer is A)
নব্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি




17. মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল—






Answer is B)
নব্যপ্রস্তর যুগে


18. পুরাপ্রস্তর যুগের নিম্ন পর্যায়ে ব্যবহৃত হত-






Answer is B)
হস্তকুঠার (hand axe) ও ছেদক (cleaver)

Leave a Comment