প্রাচীন ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর pdf download
প্রাচীন ভারতের ইতিহাস pdf
ভারতের ইতিহাস mcq pdf
প্রাচীন ভারতের ইতিহাস mock test
ভারতীয় ইতিহাস প্রশ্ন উত্তর
ভারতের কিছু প্রশ্ন উত্তর
আধুনিক ভারতের ইতিহাস mcq pdf download
ভারতের ইতিহাস GK
প্রাক – হরপ্পা, হরপ্পা সংস্কৃতি
১। মানব সভ্যতার প্রস্তর যুগকে ক ভাগে ভাগ করা যায় ?
উঃ মানবসভ্যতার প্রস্তর যুগকে তিনভাগে বিভক্ত করা হয়— আদি, মধ্য ও নব্য।
২। হরপ্পা সভ্যতার নাম কেন সিন্ধু উপত্যকার সভ্যতা ?
উঃ সিন্ধুনদের অববাহিকা অঞ্চলে এই সভ্যতার নিদর্শনগুলি আবিষ্কৃত হওয়ায় পণ্ডিতরা প্রথমে এর নাম দিয়েছিলেন। সিন্ধু উপত্যকার সভ্যতা।
৩। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য প্রধানত কয়টি ?
উঃ হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য প্রধানত ছয়টি।
৪। ইদানীংকালে কোথায় কোথায় মহেঞ্জোদাড়োর অনুরূপ সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে?
উঃ ইদানীংকালে নর্মদা উপত্যকায়, পশ্চিমবঙ্গের দুর্গাপুর, হুগলি এবং চব্বিশ পরগনার বেড়াচাপায় এই সিভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
৫। হরপ্পা সভ্যতার অধিবাসীরা কিসের তৈরি জিনিসপত্র ব্যবহার করত ?
উঃ রূপা, তামা, ব্রোঞ্জ, চীনামাটি এবং মাটি দিয়ে তৈরি নানা রকমের বাসনপত্র ব্যবহার করত।
৬। হরপ্পায় কোন্ কোন্ শিক্ষার বিশেষ উৎকর্ষ লক্ষ্য করা যায় ?
উঃ তাদের বাস্তুবিদ্যা, ভাস্কর্য ও চিত্রকলা সেকালের শিক্ষার উচ্চমানের আভাস দেয়।
৭। হরপ্পায় বাণিজ্য আশ্রিত নগর জীবনের প্রমাণ কি থেকে পাওয়া যায়?
উঃ গুজরাটে আমেদাবাদের কাছে লোথালের সুনির্মিত বন্দর ও পোতাশ্রয় হরপ্পা সভ্যতার বাণিজ্য আশ্রিত সমৃদ্ধ নগর জীবনের প্রমাণ।
৮। হরপ্পা সভ্যতার জনক হিসেবে কাদের কথা বলা যায় ?
উঃ অনেকে মনে করেন দ্রাবিড়ভাষী এক নরগোষ্ঠীর মানুষ প্রধানত কৃষি বাণিজ্য নির্ভর এই সভ্যতার জনক।
৯। হরপ্পা সভ্যতায় কোন্ কোন্ অস্ত্রশস্ত্রের পরিচয় জানা যায় ?
উঃ তীর ধনুক, বর্শা, কুঠার, গদা, পাথর ছুড়বার জন্য দড়ির যন্ত্র, ফিঙ্গা প্রভৃতি মামুলি অস্ত্রশস্ত্র
১০। হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?
উঃ অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য ও পশুপালন।
১১। হরপ্পা লিপির পাঠোদ্ধার কে করেন এবং কি বলেন?
উঃ হরপ্পা লিপির পাঠোদ্ধারে নিযুক্ত ফাদার হেরাস মনে করেন যে হরপ্পার ভাষা প্রাচীন তামিলের আদিম রূপ।
১২। শস্যভাণ্ডার ও স্নানাগার–এর নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উঃ মহেঞ্জোদাড়োতে একটি বিশালাকার স্নানাগার ও হরপ্পায় একটি বৃহদাকার শস্য ভাণ্ডারের নিদর্শন পাওয়া গেছে।
১৩। মহেঞ্জোদাড়ো কথার অর্থ কি ?
উঃ মহেঞ্জোদাড়ো কথার অর্থ মৃতের স্তূপ।
১৪। সিন্ধু সভ্যতা কতদিন আগে গড়ে উঠেছিল ?
উঃ খ্রীষ্টপূর্ব প্রায় তিন হাজার বৎসর আগে এই সভ্যতার উল্লেখ হয়।
১৫। সিন্ধু সভ্যতার নিদর্শন কে প্রথম আবিষ্কার করেন?
উঃ বাঙালী প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৯২২
খ্রীষ্টাব্দে প্রথম এই সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন।
১৬। সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে ঐতিহাসিক হুইলার
কি বলেছেন?
উঃ প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ হুইলার মনে করেন যে উত্তর
দিক থেকে বহিরাগত আর্য জাতির আক্রমণ এই সভ্যতার ওপর চরম আঘাত হেনেছিল।
১৭। হরপ্পায় আবিষ্কৃত সীলমোহরের কোন্ চিহ্ন দেখে ধর্মীয়
তাৎপর্যের দিক ফুটে ওঠে?
উঃ কিছু সংখ্যক সীল-এ স্বস্তিকা চিহ্ন পাওয়া গেছে। এ থেকে
মনে হয় সেগুলির ধর্মীয় তাৎপর্য ছিল।
১৮। হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কোথায় কোথায় আবিষ্কৃত
হয়েছে?
উঃ মহেঞ্জোদাড়ো, হরপ্পা ও চানহুদারোতে।
১৯। কোন্ কোন্ নগরকে এক সাম্রাজ্যের দুই রাজধানী বলে মনে
হয় ?
উঃ মহেঞ্জোদাড়ো ও হরপ্পাকে এক সাম্রাজ্যের দুই রাজধানী
বলে মনে হয়।
২০। সিন্ধু সভ্যতা ধ্বংসের জন্য একটি কারণ উল্লেখ করুন।
উঃ কোন কোন ঐতিহাসিক এই সভ্যতা ধ্বংসের কারণ হিসেবে সেখানকার
ভেঙ্গে পড়া কৃষি ব্যবস্থার উপর সবচেয়ে বেশী জোর দিয়েছেন।
২১। সিন্ধু সভ্যতা কি প্রকৃতির সভ্যতা ?
উঃ সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা।
২২। আজ পর্যন্ত সিন্ধু সভ্যতার নিদর্শনের কয়টি কেন্দ্র
পাওয়া গেছে?
উঃ ২৫০টি কেন্দ্রের সন্ধান পাওয়া গেছে।
২৩। ভারতের কোন্ সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার অন্যতম
?
উঃ সিন্ধু সভ্যতা।
২৪। কোন্ সময় সিন্ধু সভ্যতার বিলুপ্তি ঘটে?
উঃ আনুমানিক খ্রীষ্টপূর্ব অষ্টাদশ শতকে।
২৫। সিন্ধু সভ্যতার সমসাময়িক অপর একটি সভ্যতার নাম উল্লেখ
করুন।
উঃ মেসোপটেমিয়া সভ্যতা।
২৬। সিন্ধুবাসীদের অর্থনীতি বলতে কি বোঝায়
উঃ কারিগরী শিল্প ও বাণিজ্য।
২৭। বহির্ভারতের সঙ্গে সিন্ধু নগরীর কোন বাণিজ্য সম্পর্ক
ছিল কি?
উঃ বহির্ভারতের সঙ্গেও সিন্ধু নগরীর বাণিজ্য সম্পর্ক ছিল।
২৮। সিন্ধু সমাজ কয় শ্রেণীতে বিভক্ত ছিল?
উঃ সিন্ধু সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল।
২৯। হরপ্পা ও মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত ?
উঃ বর্তমানে পাকিস্তানে অবস্থিত।