History
of India 1757-1857A.D.(Sources, Historiography, Ideology of the British Raj,
Expansion and Consolidation of Colonial rule under company, 18th century crisis
and latter Mughals) Part- I
ভারতের কিছু প্রশ্ন উত্তর
ইতিহাস জিকে প্রশ্ন উত্তর
আধুনিক ভারতের ইতিহাস
ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর
আধুনিক ভারতের ইতিহাস mcq pdf download
ভারতের ইতিহাস ছোটো প্রশ্ন
প্রাচীন ভারতের ইতিহাস জিকে
ইতিহাস নেট পরীক্ষার প্রশ্ন
CBCS SYLLABUS OF CU(University of Calcutta), WBSU (WEST BENGAL STATE UNIVERSITY), KU (University of Kalyani), VU( Vidyasagar University), BU( The University of Burdwan), BKU (Bankura University), CBPBU (Cooch Behar Panchanan Barma Univirsity), NBU ( University of North Bengal), KNU ( Kazi Nazrul University), SKBU (Sidho – Kanho- Birsha University) etc. History Notes
1.
পলাশীর যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়েছিল ?
[Battle of
Palashi was fought between whom?]
উঃ ১৭৫৭ সালে সিরাজউদ্দৌলা ও ইংরেজদের
মধ্যে এই যুদ্ধ হয়েছিল।
2.
সিরাজের পারিবারিক
শত্রু কারা ছিলেন ?
[Who were
Siraj’s family enemies?]
উঃ মাতৃসমা ঘসেটি বেগম এবং পূর্ণিয়ার
শাসনকর্তা সৌকৎ জঙ্গ।
সিরাজের পারিবারিক
শত্রু কারা ছিলেন ?
[Who were
Siraj’s family enemies?]
উঃ মাতৃসমা ঘসেটি বেগম এবং পূর্ণিয়ার
শাসনকর্তা সৌকৎ জঙ্গ।
3.
সিরাজ কবে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ অবরোধ করেন ?
[When did
Siraj besiege Fort William in Calcutta?]
উঃ ১৭৫৬ খ্রীষ্টাব্দে সিরাজ ইংরেজদের
কলিকাতাস্থ ফোর্ট উইলিয়াম দুর্গটি দখল করেন।
সিরাজ কবে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ অবরোধ করেন ?
[When did
Siraj besiege Fort William in Calcutta?]
উঃ ১৭৫৬ খ্রীষ্টাব্দে সিরাজ ইংরেজদের
কলিকাতাস্থ ফোর্ট উইলিয়াম দুর্গটি দখল করেন।
4.
বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
[Who was
the last independent Nawab of Bengal?]
উঃ মীরকাশিম।
বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
[Who was
the last independent Nawab of Bengal?]
উঃ মীরকাশিম।
5.
বক্সারের যুদ্ধে
ইংরেজদের বিপক্ষে কারা কারা ছিলেন ?
[Who fought
against the British in the Battle of Boxer?]
উঃ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট
শাহ্ আলম ও বাংলার নবাব মীরকাশিম।
বক্সারের যুদ্ধে
ইংরেজদের বিপক্ষে কারা কারা ছিলেন ?
[Who fought
against the British in the Battle of Boxer?]
উঃ অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট
শাহ্ আলম ও বাংলার নবাব মীরকাশিম।
6.
কোম্পানির অর্থ
বিনিয়োগ প্রথা কি ছিল?
[What was
the company’s money investment practice?]
উঃ বাংলার লুণ্ঠিত সম্পদ দিয়ে ভারতীয়
পণ্য খরিদ করার নীতি এবং বিদেশে তা বিক্রি করার নীতিকে বোঝায়।
কোম্পানির অর্থ
বিনিয়োগ প্রথা কি ছিল?
[What was
the company’s money investment practice?]
উঃ বাংলার লুণ্ঠিত সম্পদ দিয়ে ভারতীয়
পণ্য খরিদ করার নীতি এবং বিদেশে তা বিক্রি করার নীতিকে বোঝায়।
7.
বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর-এর পেছনে একটি প্রধান কুফল
কি ছিল ?
[What was
the main evil behind Manvantar Chiattar in Bengal?]
উঃ ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসন ব্যবস্থা।
বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর-এর পেছনে একটি প্রধান কুফল
কি ছিল ?
[What was
the main evil behind Manvantar Chiattar in Bengal?]
উঃ ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসন ব্যবস্থা।
8.
দ্বিতীয় ইঙ্গ
মহীশূর যুদ্ধে ইংরেজদের বিপক্ষে ত্রিশক্তি জোটে কারা কারা ছিল?
[Who were
the tri-power alliance against the British in the Second Anglo-Mysore War?]
উঃ মারাঠা, নিজাম ও মহীশুর।
দ্বিতীয় ইঙ্গ
মহীশূর যুদ্ধে ইংরেজদের বিপক্ষে ত্রিশক্তি জোটে কারা কারা ছিল?
[Who were
the tri-power alliance against the British in the Second Anglo-Mysore War?]
উঃ মারাঠা, নিজাম ও মহীশুর।
9.
শ্রীরঙ্গপত্তমের
সন্ধির শর্ত কি কি ছিল ?
[What were
the terms of the Treaty of Srirangapattam?]
উঃ (১) টিপু যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ প্রচুর
অর্থ ইংরেজদের দিলেন।
(২) তাঁর রাজ্যের বেশ কিছুটা অংশ ইংরেজ,
মারাঠা ও নিজাম লাভ করল।
শ্রীরঙ্গপত্তমের
সন্ধির শর্ত কি কি ছিল ?
[What were
the terms of the Treaty of Srirangapattam?]
উঃ (১) টিপু যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ প্রচুর
অর্থ ইংরেজদের দিলেন।
(২) তাঁর রাজ্যের বেশ কিছুটা অংশ ইংরেজ,
মারাঠা ও নিজাম লাভ করল।
10. ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য ওয়েলেসলী
কি কি নীতি গ্রহণ করেছিলেন ?
[What
policy did Wellesley adopt for the expansion of the British Empire in India?]
উঃ (ক) কূটনীতি ও (খ) যুদ্ধনীতি।
কি কি নীতি গ্রহণ করেছিলেন ?
[What
policy did Wellesley adopt for the expansion of the British Empire in India?]
উঃ (ক) কূটনীতি ও (খ) যুদ্ধনীতি।
11.
কে কবে বেসিনের
সন্ধি স্বাক্ষর করেন ?
[Who and
when signed the basin treaty?]
উঃ পেশোয়া দ্বিতীয় বাক্সীরাও ১৮০২ খ্রীষ্টাব্দে
৩১শে ডিসেম্বরে বেসিনের সন্ধি স্বাক্ষর করেন।
কে কবে বেসিনের
সন্ধি স্বাক্ষর করেন ?
[Who and
when signed the basin treaty?]
উঃ পেশোয়া দ্বিতীয় বাক্সীরাও ১৮০২ খ্রীষ্টাব্দে
৩১শে ডিসেম্বরে বেসিনের সন্ধি স্বাক্ষর করেন।
12. অমৃতসরের সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়?
[Treaty of
Amritsar was signed between whom?]
উঃ ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মিন্টো
ও রণজিৎ সিংহ-এর মধ্যে।
[Treaty of
Amritsar was signed between whom?]
উঃ ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মিন্টো
ও রণজিৎ সিংহ-এর মধ্যে।
13.
ত্রিশক্তি মৈত্রীতে কারা কারা যুক্ত ছিলেন ?
[Who was
involved in trishakti alliance?]
উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে ইংরাজ ও কাবুলের
পলাতক রাজা শাহ সুজার সাথে রণজিৎ সিংহ ত্রিশক্তি মৈত্রীতে আবদ্ধ হন।
ত্রিশক্তি মৈত্রীতে কারা কারা যুক্ত ছিলেন ?
[Who was
involved in trishakti alliance?]
উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে ইংরাজ ও কাবুলের
পলাতক রাজা শাহ সুজার সাথে রণজিৎ সিংহ ত্রিশক্তি মৈত্রীতে আবদ্ধ হন।
14. প্রথম কর্ণাটকের
যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন?
[Who was
the Nawab of Karnataka during the First Karnataka War?]
উঃ নবাব আনওয়ার উদ্দিন।
যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন?
[Who was
the Nawab of Karnataka during the First Karnataka War?]
উঃ নবাব আনওয়ার উদ্দিন।
15. কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান
হয় ?
[Which
treaty ended the first Anglo-Maratha war?]
উঃ সলবই-এর সন্ধি
দ্বারা।
হয় ?
[Which
treaty ended the first Anglo-Maratha war?]
উঃ সলবই-এর সন্ধি
দ্বারা।
16. রঞ্জিৎ সিংহের বিধবা রাণী ও তাঁর পুত্রের নাম কি
?
[What is
the name of Ranjit Singh’s widow queen and her son?]
উঃ রাণী ঝিন্দন এবং পুত্র দিলীপ সিংহ।
?
[What is
the name of Ranjit Singh’s widow queen and her son?]
উঃ রাণী ঝিন্দন এবং পুত্র দিলীপ সিংহ।
17.
কোন গভর্নর জেনারেলের
সাথে রণজিৎ সিংহের চিরস্থায়ী মিত্রতা হয়েছিল?
[Ranjit
Singh had a lasting friendship with which Governor General?]
উঃ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক
এর সাথে।
কোন গভর্নর জেনারেলের
সাথে রণজিৎ সিংহের চিরস্থায়ী মিত্রতা হয়েছিল?
[Ranjit
Singh had a lasting friendship with which Governor General?]
উঃ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক
এর সাথে।
18. কর্ণওয়ালিশ
কোড বলতে কি বোঝায় ?
[What is
meant by the Cornwallis code?]
উঃ কর্ণওয়ালিশ প্রবর্তিত শাসন ও বিচার
বিভাগীয় সংকলিত হয়ে কর্ণওয়ালিশ কোড নামে পরিচিত হয়।
কোড বলতে কি বোঝায় ?
[What is
meant by the Cornwallis code?]
উঃ কর্ণওয়ালিশ প্রবর্তিত শাসন ও বিচার
বিভাগীয় সংকলিত হয়ে কর্ণওয়ালিশ কোড নামে পরিচিত হয়।
19. কত সালে ইংরেজরা
দেওয়ানী লাভ করে?
[In what
year did the British gain civilization?]
উঃ ১৭৬৫ খ্রীঃ।
দেওয়ানী লাভ করে?
[In what
year did the British gain civilization?]
উঃ ১৭৬৫ খ্রীঃ।
20. পানিপথের তৃতীয়
যুদ্ধের পরিণতি কি হয়েছিল?
[What was
the outcome of the third battle of Panipat?]
উঃ পানিপথের
তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনী আফগানদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হন শিলের। ৩৫৪
যুদ্ধের পরিণতি কি হয়েছিল?
[What was
the outcome of the third battle of Panipat?]
উঃ পানিপথের
তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনী আফগানদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হন শিলের। ৩৫৪
21. ইংরেজ বণিকদের প্রথম জাহাজ কবে কোন বন্দরে এসে ভিড়েছিল
?
[When did
the first ships of English merchants arrive at which port?]
উঃ ‘হেক্টর’ নামে জাহাজ ১৬০৮ খ্রীষ্টাব্দে
সুরাট বন্দরে ভিড়েছিল।
?
[When did
the first ships of English merchants arrive at which port?]
উঃ ‘হেক্টর’ নামে জাহাজ ১৬০৮ খ্রীষ্টাব্দে
সুরাট বন্দরে ভিড়েছিল।
22. ভাস্কো-ডা-গামা
কখন এদেশে আসেন ?
[When did
Vasco da Gama come to this country?]
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দে কালিকট বন্দরে আসেন।
কখন এদেশে আসেন ?
[When did
Vasco da Gama come to this country?]
উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দে কালিকট বন্দরে আসেন।
23. কলকাতা নগরীর পত্তন কে কোথায় করেন ?
[Where does
the city of Calcutta land?]
উঃ জব চার্নক, সুতানুটিতে (১৬৯০)।
[Where does
the city of Calcutta land?]
উঃ জব চার্নক, সুতানুটিতে (১৬৯০)।
24. কবে সুতানুটিতে ইংরেজ বণিকরা দুর্গ স্থাপন করেছিলেন?
[When did
English traders set up a fort at Sutanuti?]
উঃ ১৯৯৬ খ্রীষ্টাব্দে।
English traders set up a fort at Sutanuti?]
উঃ ১৯৯৬ খ্রীষ্টাব্দে।
25. কবে ইংরেজরা
কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের জমিদারীর স্বত্বলাভ করে ?
When did
the British acquire the zamindari of Calcutta, Sutanuti and Gobindpur?]
উঃ ১৬৯৬ খ্রীষ্টাব্দে।
কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের জমিদারীর স্বত্বলাভ করে ?
When did
the British acquire the zamindari of Calcutta, Sutanuti and Gobindpur?]
উঃ ১৬৯৬ খ্রীষ্টাব্দে।
26. ফারুকশিয়ার কবে, কাকে ফরমান দিয়েছিলেন ?
[Farukshiar
when to whom gave the order?]
উঃ ১৭১৭ খ্রীষ্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া
কোম্পানীকে।
[Farukshiar
when to whom gave the order?]
উঃ ১৭১৭ খ্রীষ্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া
কোম্পানীকে।
27. বন্দীবাসের যুদ্ধ
কবে, কাদের মধ্যে হয়েছিল?
[When and
among whom was the war of captivity?]
উঃ বন্দীবাসের যুদ্ধ ১৭৬০ খ্রীষ্টাব্দে
ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসী সেনাপতি লালির মধ্যে হয়।
কবে, কাদের মধ্যে হয়েছিল?
[When and
among whom was the war of captivity?]
উঃ বন্দীবাসের যুদ্ধ ১৭৬০ খ্রীষ্টাব্দে
ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসী সেনাপতি লালির মধ্যে হয়।
28. বন্দীবাসের যুদ্ধে কে পরাজিত হন?
[Who lost
the battle of captivity?]
উঃ ফরাসী সেনাপতি লালি পরাজিত হন।
[Who lost
the battle of captivity?]
উঃ ফরাসী সেনাপতি লালি পরাজিত হন।
29. সিরাজউদ্দৌলা
কত খ্রীষ্টাব্দে বাংলার মসনদে বসেন ?
[How many
years did Sirajuddaula sit in the parliament of Bengal?]
উঃ ১৭৫৬ খ্রীষ্টাব্দে।
কত খ্রীষ্টাব্দে বাংলার মসনদে বসেন ?
[How many
years did Sirajuddaula sit in the parliament of Bengal?]
উঃ ১৭৫৬ খ্রীষ্টাব্দে।
30. সিরাজের প্রধান
সেনাপতি কে ছিলেন?
[Who was
the commander-in-chief of Siraj?]
উঃ মীরজাফর।
সেনাপতি কে ছিলেন?
[Who was
the commander-in-chief of Siraj?]
উঃ মীরজাফর।
31.
আলিনগরের সন্ধি কবে, কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?
[When among
whom was the treaty of Alinagar held?]
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দের ২৩শে জুন পলাশীর
প্রান্তরে ভাগীরথী নদীর তীরে।
আলিনগরের সন্ধি কবে, কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?
[When among
whom was the treaty of Alinagar held?]
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দের ২৩শে জুন পলাশীর
প্রান্তরে ভাগীরথী নদীর তীরে।
32. কে, কাকে বাংলায় দস্তক বা বিনা শুল্কে বাণিজ্য করার
অনুমতি দিয়েছিলেন ?
[Who
allowed whom to trade duty-free in Bengal?]
উঃ ১৭১৭ খ্রীষ্টাব্দে
সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে দত্তক বা বিনা শুল্কে বাংলায় বাণিজ্য
করার অধিকার দেন।
অনুমতি দিয়েছিলেন ?
[Who
allowed whom to trade duty-free in Bengal?]
উঃ ১৭১৭ খ্রীষ্টাব্দে
সম্রাট ফারুকশিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীকে দত্তক বা বিনা শুল্কে বাংলায় বাণিজ্য
করার অধিকার দেন।
33. পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝায়?
[What is
meant by the Plundering of Palashi?]
উঃ পলাশীর যুদ্ধের
পর বাংলার অর্থ ও সম্পদের যে ব্যাপক লুণ্ঠন হয় তাকেই পলাশীর লুণ্ঠন বলে।
[What is
meant by the Plundering of Palashi?]
উঃ পলাশীর যুদ্ধের
পর বাংলার অর্থ ও সম্পদের যে ব্যাপক লুণ্ঠন হয় তাকেই পলাশীর লুণ্ঠন বলে।
34. কবে এবং কোথায়
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?
[When and
where did the battle of Palashi take place?]
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে ইংরেজ এবং সিরাজউদ্দৌলার
মধ্যে হয়।
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?
[When and
where did the battle of Palashi take place?]
উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে ইংরেজ এবং সিরাজউদ্দৌলার
মধ্যে হয়।
35. রাজনৈতিক দিক
থেকে পলাশীর যুদ্ধে ইংরেজের কি লাভ হয়েছিল ?
[Politically,
what was the benefit of the British in the battle of Palashi?]
উঃ কর্ণাটকের যুদ্ধে জয়লাভে সহজ হয় এবং তখন থেকে
ইংরেজরাই হ’ল বাংলার প্রকৃত শাসক।
থেকে পলাশীর যুদ্ধে ইংরেজের কি লাভ হয়েছিল ?
[Politically,
what was the benefit of the British in the battle of Palashi?]
উঃ কর্ণাটকের যুদ্ধে জয়লাভে সহজ হয় এবং তখন থেকে
ইংরেজরাই হ’ল বাংলার প্রকৃত শাসক।
36. কোন ঘটনাকে
‘অন্ধকূপ হত্যা’ বলে অভিহিত করা হয় ?
[Which
phenomenon is called ‘Andhyakup Hatta’?]
উঃ সিরাজউদ্দৌলা ১৭৫৬ খ্রীষ্টাব্দে কলকাতা
আক্রমণ করে ইংরেজদের ফোর্ট উইলিয়ম দুর্গের এক ১৮ ফুট X ১৪ ফুট ঘরে ১৪৬ জন ইংরেজকে
বন্দী করে রাখেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে বহু ইংরেজ মারা যায় বলে ইংরেজদের পক্ষ থেকে
প্রচার করা হয়। এই ঘটনাকে ‘অন্ধকূপ হত্যা’ বলে অভিহিত করা হয়।
‘অন্ধকূপ হত্যা’ বলে অভিহিত করা হয় ?
[Which
phenomenon is called ‘Andhyakup Hatta’?]
উঃ সিরাজউদ্দৌলা ১৭৫৬ খ্রীষ্টাব্দে কলকাতা
আক্রমণ করে ইংরেজদের ফোর্ট উইলিয়ম দুর্গের এক ১৮ ফুট X ১৪ ফুট ঘরে ১৪৬ জন ইংরেজকে
বন্দী করে রাখেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে বহু ইংরেজ মারা যায় বলে ইংরেজদের পক্ষ থেকে
প্রচার করা হয়। এই ঘটনাকে ‘অন্ধকূপ হত্যা’ বলে অভিহিত করা হয়।
37. পলাশীর যুদ্ধকে কি একটি বড় যুদ্ধের পর্যায়ে ফেলা
যায় ?
[Can the
battle of Palashi be classified as a major war?]
উঃ পলাশীর যুদ্ধে হতাহতের সংখ্যা ও যুদ্ধের
ব্যাপকতার দিক দিয়ে বিচার করলে পলাশীর যুদ্ধকে বড় যুদ্ধের পর্যায়ে ফেলা যায় না।
যায় ?
[Can the
battle of Palashi be classified as a major war?]
উঃ পলাশীর যুদ্ধে হতাহতের সংখ্যা ও যুদ্ধের
ব্যাপকতার দিক দিয়ে বিচার করলে পলাশীর যুদ্ধকে বড় যুদ্ধের পর্যায়ে ফেলা যায় না।
38. পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম প্রধান
কারণ কি ছিল?
[What was
one of the main reasons for Sirajuddaula’s defeat in the Battle of Palashi?]
উঃ মীরজাফরের বিশ্বাসঘাতকতা।
কারণ কি ছিল?
[What was
one of the main reasons for Sirajuddaula’s defeat in the Battle of Palashi?]
উঃ মীরজাফরের বিশ্বাসঘাতকতা।
39. সিরাজের দু’জন
সেনাপতির নাম করুন।
[Name two
generals of Siraj.]
উঃ মীরমদন ও মোহনলাল।
সেনাপতির নাম করুন।
[Name two
generals of Siraj.]
উঃ মীরমদন ও মোহনলাল।
40. বক্সারের যুদ্ধ
কবে অনুষ্ঠিত হয় ?
[When was
the battle of Boxer held?]
উঃ ১৭৬৪ খ্রীষ্টাব্দের ২২শে অক্টোবর।
কবে অনুষ্ঠিত হয় ?
[When was
the battle of Boxer held?]
উঃ ১৭৬৪ খ্রীষ্টাব্দের ২২শে অক্টোবর।
41. কে কলকাতার নতুন
নামকরণ করেন আলিনগর ?
[Who
renamed Kolkata Alinagar?]
উঃ নবাব সিরাজউদ্দৌলা।
নামকরণ করেন আলিনগর ?
[Who
renamed Kolkata Alinagar?]
উঃ নবাব সিরাজউদ্দৌলা।
42. আলিনগরের সন্ধি
সিরাজের পক্ষে অপমানজনক ছিল কেন ?
[Why was
the treaty of Alinagar humiliating for Siraj?]
উঃ ইংরেজদের বিনা শুল্কে ব্যবসা-বাণিজ্যের
অধিকার দেওয়া থেকে শুরু করে ফোর্ট উইলিয়ম দুর্গের সংস্কার সাধন- সব কিছুই সিরাজকে
মেনে নিতে হয়েছিল বলে।
সিরাজের পক্ষে অপমানজনক ছিল কেন ?
[Why was
the treaty of Alinagar humiliating for Siraj?]
উঃ ইংরেজদের বিনা শুল্কে ব্যবসা-বাণিজ্যের
অধিকার দেওয়া থেকে শুরু করে ফোর্ট উইলিয়ম দুর্গের সংস্কার সাধন- সব কিছুই সিরাজকে
মেনে নিতে হয়েছিল বলে।
43. কত সালে ফোর্ট
উইলিয়ম দুর্গ প্রতিষ্ঠিত হয় ?
[In which
year was Fort William established?]
উঃ ১৬৯৬ খ্রীষ্টাব্দে।
উইলিয়ম দুর্গ প্রতিষ্ঠিত হয় ?
[In which
year was Fort William established?]
উঃ ১৬৯৬ খ্রীষ্টাব্দে।
44. বক্সারের যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ?
[Between
whom was the battle of Boxer fought?]
ডঃ ইংরেজদের বিরুদ্ধে বাংলার নবাব মীরকাশিম,
অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লীর বাদশাহ শাহ আলমের মধ্যে।
[Between
whom was the battle of Boxer fought?]
ডঃ ইংরেজদের বিরুদ্ধে বাংলার নবাব মীরকাশিম,
অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লীর বাদশাহ শাহ আলমের মধ্যে।
45. মীরকাশিম ১৭৬৩ খ্রীষ্টাব্দে ইংরেজ বাহিনীর কাছে পরপর
কোন কোন যুদ্ধে পরাজিত হয়ে অশোধ্যায় পালিয়ে যান ?
[In 1763
AD, Mirkashim was defeated by the British forces in a series of battles and
fled to Ashodhya?]
উঃ কাটোয়া,
গিরিয়া, সুতি ও উদয়নালার যুদ্ধে।
কোন কোন যুদ্ধে পরাজিত হয়ে অশোধ্যায় পালিয়ে যান ?
[In 1763
AD, Mirkashim was defeated by the British forces in a series of battles and
fled to Ashodhya?]
উঃ কাটোয়া,
গিরিয়া, সুতি ও উদয়নালার যুদ্ধে।
46. সেনাপতি মনরো কোন যুদ্ধে কাদের পরাজিত করেন ?
[General
Monroe defeated whom in which battle?]
উঃ বক্সার যুদ্ধে মীরকাশিম, অযোধ্যার
নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যুগ্ম-বাহিনীকে পরাজিত করেন।
[General
Monroe defeated whom in which battle?]
উঃ বক্সার যুদ্ধে মীরকাশিম, অযোধ্যার
নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যুগ্ম-বাহিনীকে পরাজিত করেন।
47. কোন বৎসর ইংরেজ দেওয়ানী লাভ করে ?
[Which year
does the English Civil gain?]
উঃ ১৭৬৫ খ্রীষ্টাব্দে।
[Which year
does the English Civil gain?]
উঃ ১৭৬৫ খ্রীষ্টাব্দে।
48. বক্সারের যুদ্ধের
পর এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় চুক্তি কার কার মধ্যে হয় ?
[After the
Battle of Boxer, the first and second treaties of Allahabad were concluded
between whom?]
উঃ প্রথম চুক্তিটি হয় ক্লাইভ ও অযোধ্যার
নবাব সুজাউদ্দৌলার মধ্যে এবং দ্বিতীয় চুক্তিটি হয় ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয়
শাহ আলমের মধ্যে।
এই দুটিকে বোঝায়।
পর এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় চুক্তি কার কার মধ্যে হয় ?
[After the
Battle of Boxer, the first and second treaties of Allahabad were concluded
between whom?]
উঃ প্রথম চুক্তিটি হয় ক্লাইভ ও অযোধ্যার
নবাব সুজাউদ্দৌলার মধ্যে এবং দ্বিতীয় চুক্তিটি হয় ক্লাইভ ও মুঘল সম্রাট দ্বিতীয়
শাহ আলমের মধ্যে।
এই দুটিকে বোঝায়।
49. দেওয়ানী বলতে
কি বোঝায় ?
[What does Dewans
mean?]
উঃ রাজস্ব আদায় (দেওয়ানী) ও বিচারের
দায়িত্ব নিজামত এই দুটিকে বোঝয়।
কি বোঝায় ?
[What does Dewans
mean?]
উঃ রাজস্ব আদায় (দেওয়ানী) ও বিচারের
দায়িত্ব নিজামত এই দুটিকে বোঝয়।
50. দ্বৈতশাসনকালে
বাংলার দুই নায়েব দেওয়ানের নাম করুন।
[Name the
two Nabab Dewans of Bengal during the dual rule.]
উঃ রেজা খাঁ ও সিতাব রায়।
বাংলার দুই নায়েব দেওয়ানের নাম করুন।
[Name the
two Nabab Dewans of Bengal during the dual rule.]
উঃ রেজা খাঁ ও সিতাব রায়।