সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা | Indus Valley Civilization

বিস্তৃতি: উত্তরে মান্ড্য (বর্তমানে জম্মুতে) থেকে দক্ষিণে দাইমাবাদ। পূর্বে আলমগীরপুর (বর্তমান উত্তরপ্রদেশ) থেকে পশ্চিমে সুতকাগেন্ডর (বালুচিস্তানে) পর্যন্ত। সিন্ধু সভ্যতার: আদি বা প্রাথমিক স্তর পরিলক্ষিত হয় কোটদিজি, আমরি, হরপ্পা, কালিবঙ্গা ও বনওয়ালিতে। মধ্যবর্তী বা পূর্ণবিকাশস্তর পরিলক্ষিত হয় হরপ্পা, মহেঞ্জোদাড়ো, চানহুদাড়ো, কালিবঙ্গা, বনওয়ালি ও লোথানে। অন্ত বা পরবর্তী স্তর পরিলক্ষিত হয় রংপুর ও রোজদি নামক স্থানে। Q.