প্রশ্ন:-বেসরকারীকরণ কী? এর ফলাফল কী?
Q. What is Privatization? What are its results?
উত্তরঃ
সরকার থেকে মালিকানা, সম্পত্তি বা ব্যবসাকে বেসরকারি খাতে স্থানান্তর কে ‘বেসরকারিকরণ’ (Privatization) বলে অভিহিত করা হয়। এক কথায়, সরকারি খাত থেকে বেসরকারি খাতে কিছু সরানো হলে, তাকে ‘বেসরকারিকরণ’ বলা হয়ে থাকে। এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো কে সরকারি কর্মসূচি বাস্তবায়ন বা সরকারি পরিষেবাগুলির কার্য সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়, যা পূর্বে রাষ্ট্র পরিচালিত সংস্থাগুলির পরিধি ছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বেসরকারি সংস্থার মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা, জল সরবরাহ করা, কারাগার পরিচালনা করা ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত রয়েছে। বেসরকারিকরণ সাধারনত সরকারকে অর্থ সাশ্রয় এবং দক্ষতা বাড়াতে সহায়তা করে। বলাবাহুল্য, সাম্প্রতিককালে গোটা ভারতবর্ষে সর্বক্ষেত্রেই বেসরকারিকরণ ঘটেছে, যা আমাদের নানাভাবে প্রভাবিত করেছে।