ইতিহাসের পুনরাবৃত্তি | Itihaser Punaravritti

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

ইতিহাস জানা আমাদের এতো আবশ্যিক কেন?

-দেবাশীষ বিশ্বাস

Image Source: The British Academy

যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যতো বেশি জানে,সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত।”

-রোজভোল্ট

ইতিহাস জানা আমাদের এতো আবশ্যিক কেন?? পুরাতন মানুষ কী করেছে তা কেনোই বা আমরা পরে থাকি??কী আছে এই ইতিহাসে??

এই প্রশ্ন গুলো প্রায় বহু ব্যক্তির মনেই এসে থাকে।।

পৃথিবীতে এক সময় মানুষের কোনো অস্তিত্বই ছিল না। পূর্ব আফ্রিকার এক জঙ্গলে এপ নামক লেজ বিহীন এক বানরের আকৃতি থেকে আজ বর্তমান সমাজে এই বুদ্ধিজীবী মানুষ। মানুষের এই বিবর্তন কিভাবে ঘটলো? সেই বানর প্রজাতি থেকে বর্তমানের মানুষ কিভাবে আসলো? তা জানতে ইতিহাস জানা প্রয়োজন এবং মানুষের এই বিবর্তনের ইতিহাসে তাদের দৈনন্দিন জীবনে কিভাবে পরিবর্তন ঘটলো এবং বর্তমানেও অতীতের ঘটনা গুলির পুনরাবৃত্তি ঘটছে কি না?? তা জানতে আমাদের ইতিহাস পাঠ করা প্রয়োজন।

রোজভোল্ট বলেছিলেন “যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যতো বেশি জানে,সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত।”

বর্তমান সমাজে এমন অনেক ঘটনাই পুনরাবৃত্তি ঘটছে যা পূর্বে ঘটেছিল । অর্থাৎ ইতিহাস যে জীবন্ত তার প্রমাণ আমরা উপলব্ধি করতে পারি।

বর্তমান সমাজে , রাজনীতিতে, অর্থনীতিতে এবং প্রায় সর্বত্রই আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পারি।।

বর্তমান সমাজে ইতিহাসের পুনরাবৃত্তি :-

 বর্তমান সমাজের সাথে অতীতের সমাজের বহু মিল আমরা চাক্ষুস করতে পারি,,যেমন অতীতে সমাজে ব্রাহ্মন,ক্ষতীয়,বৈষ ও শূদ্রের নিয়েই সমাজের বৈষম্য আমরা লক্ষ্য করেছি।।আর বর্তমান সমাজে উচ্চবিত্ত, মধ্যেবিত্ত ও নিম্নবিত্ত এই তিনটি শ্রেনিতে বিভক্ত। অতীতে বা ইতিহাসে শূদ্র-দের যেমন কোনো অধিকার ছিল না,, তেমনি বর্তমানে এই নিম্নবিত্তদের কোনো অধিকার নেই এবং তারা লাঞ্ছিত।

ব্রাহ্মণবাদ যেমন ইতিহাসে মাথাচাড়া দিয়ে উঠেছিল,ব্রাহ্মণবাদের জন্য যেমন শূদ্রেরা অস্পৃশ্য ছিল,, তাদের কোন অধিকারই ছিল না, ঠিক তেমনি বর্তমানে উচ্চবিত্ত, মধ্যেবিত্ত ও নিম্নবিত্তর মধ্যে নিম্নবিত্তরা প্রায় ক্ষমতাহীন অধিকার নিয়েই সমাজে বসবাস করছে।

আরও পড়ুনঃ-

  1.  রাজা রামমোহন রায় এবং তৎকালীন নারী সমাজ – কলমেঃ ড. প্রতিমা ভট্টাচার্য:- Click Here
  2. ইতিহাসে কেরিয়ার – কলমেঃ অধ্যাপক শৌভিক মুখোপাধ্যায়: Click Here
  3. পেডোফিলিয়া একটি মানসিক রোগ – কলমেঃ বকুল মিত্রঃ Click Here

বর্তমান অর্থনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি:-

অতীতে আমরা দেখতে পাই যে রাজা তার সৈন্যদের নিয়ে রাজ্য বা সাম্রাজ্য পরিচালনা করতেন।।তারই সাথে সৈন্যদের (প্রজা) থেকে বিভিন্ন কর আদায় করে থাকত। যার ফলে বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হতে হতো প্রজাদের।এরফলে সমাজের অর্থের প্রায় সিংহভাগই চলে যেতো শাসকের হাতে। অর্থাৎ অর্থনীতিতে শাসক শ্রেণী ও শোষিত শ্রেনীর মানুষদের আমরা দেখতে পাই।

বর্তমান অর্থনীতিতে এরোই পুনরাবৃত্তি ঘটছে অনেক ক্ষেত্রে। বর্তমানেও অর্থনীতিতে ক্ষমতাশালী ও ক্ষমতাহীন এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে ।

বর্তমান অর্থনীতিতে যারা অত্যাধিক হারে অর্থ ব্যয় করছে তারাই সাধারণ মানুষকে পরিচালনা করেছেন । অর্থাৎ ইতিহাসের শাসক শ্রেণী বর্তমানে ক্ষমতাশালীতে পরিনত হয়েছে এবং শোষিত শ্রেনী বর্তমানে ক্ষমতাহীন শ্রেনীতে পরিনত হয়েছে। আর এর মাঝেই বসে রয়েছে কিছু মধ্যস্থতাভোগী যেমন অতীতে যদি লক্ষ্য করি তাহলে খাজনা আদায় কারী প্রজাদের কথা বলতে পারি। তবে বর্তমানের  এই মধ্যস্থতাভোগী কারা ?? বর্তমানে মধ্যস্থতাভোগীরা ক্ষমতাহীন ক্ষমতা অধিকারি ব্যক্তিরা।

অন্যান্য দিকে ইতিহাসের পুনরাবৃত্তি:-

 বর্তমানে প্রায় সর্বত্রই যেনো ইতিহাসে ঘটেছিল। মানুষ যখন  চাষবাস করতে শুরু করলো এবং তারপর থেকেই ধীরে ধীরে তাঁদের চাহিদা বৃদ্ধি পেলো। আস্তে আস্তে তারা পরিবার থেকে গ্রাম এবং গ্রামের থেকে সাম্রাজ্য স্থাপন করলো। তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও প্রলোভন বাড়তে শুরু হলো। এভাবেই একের পর এক শাসকের অবসান ও অন্য শাসকের উত্থান। বর্তমান সমাজেও ইতিহাসের এই দৃশ্যটাই আমরা দেখতে পাই। অর্থাৎ একজনের উত্থান তো অন্যজনের অবসান।

 অতীত দেখা গেছে নিজের কাছের মানুষরাই কিভাবে ষড়োযন্ত্রে লিপ্ত হয়ে নিজেদেরই ক্ষতি সাধন করেছেন।আমরা পলাশীর যুদ্ধে তাই দেখতে পাই। আর বর্তমান সমাজে তো প্রায় সর্বত্রই এই বিশ্বাস ঘাতকতার পরিচয় পাওয়া যায়।

অর্থাৎ ইতিহাস যে জীবন্ত তার প্রমাণ আমরা উপলব্ধি করতে পারি।। ইতিহাস যে ফিরে ফিরে আসে তা আমরা দেখতে পারছি এবং ভবিষ্যতেও যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে তা আমরা অনুভব করতে পারি।

তাই ইতিহাস শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের জন্য নয় ইতিহাস সকলের অধ্যায়ন করা উচিৎ এবং সাথে বর্তমানের ঘটনার সাথে ইতিহাসের মিল ও অমিল গুলো খুজে বের করে সমাজ উন্নয়ন করা উচিৎ।

কলমে- দেবাশীষ বিশ্বাস
ঠিকানা-কামাখ্যাগুড়ি তেতুলতলা চৌপতি, উত্তর পারোকাটা, আলিপুরদুয়ার।

লেখকের অন্যান্য লেখা:-
1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তৎকালীন নারী সমাজ: Click Here

2. রাজা রামমোহন রায়ের জীবন সংগ্রাম: Click Here

আপনাদের মূল্যবান লেখা পাঠিয়ে দিন আমাদের। যেকোনোও সময়, যেকোনও দিন। আমরা প্রকাশ করবো।

বিষয়:-

বিজ্ঞানের আবিষ্কার,চলচ্চিত্র, খেলাধুলা, সভা-সমিতি, মনীষীদের জীবন, ধর্মান্ধতা, সামাজিক সংকট, কুসংস্কার বিরোধী, পলিটিক্যাল স্ক্যাম, পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল টেরোরিজম, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন যেকোন বিষয়েই লেখা পাঠানো যাবে।

নির্দিষ্ট কোন শব্দ সীমা নেই।

WhatsApp করে লেখা পাঠান:- 8116447650

…. প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের WhatsApp নম্বরে …

Leave a Reply