[New] প্রতিবাদী ধর্ম আন্দোলন প্রশ্নোত্তর | Ancient Indian History | ষোড়শ মহাজনপদ প্রশ্নোত্তর | History Notes

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

 



[New] প্রতিবাদী ধর্ম আন্দোলনঃ বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম
[NEW] ষোড়শ মহাজনপদ এর প্রশ্ন উত্তর
History mcq ষোড়শ মহাজনপদ | Nana Ronger Itihas

[New] ষোড়শ মহাজনপদ প্রশ্নোত্তর
প্রাচীন ভারতের প্রতিবাদী আন্দোলন 
[New] জৈন ধর্ম mcq | Nana Ronger Itihas

[New] বৌদ্ধ ধর্ম mcq | Nana Ronger Itihas
প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলন | Ancient Indian History
[New] ধর্মীয় আন্দোলন mcq | Ancient India
প্রতিবাদী আন্দোলন MCQ | History Notes

ষোড়শ মহাজনপদ mcq | Nana Ronger Itihas





1. ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝায় ?
[What is meant by the sixteenth Mahajanapada?]
উঃ ষোড়শ মহাজনপদ বলতে ক্ষুদ্র ক্ষুদ্র ১৬টি রাজাকে বোঝায়।

2. ষোড়শ মহাজনপদের মধ্যে দুটির নাম উল্লেখ করুন।
[Name two of the sixteen Mahajanapadas. ]
উঃ কাশী ও কোশল।

3. কোশল রাজ্য কোন্ কোন্ রাজ্য নিয়ে গঠিত ছিল?
[Kosala kingdom consisted of which states? ]
উঃ কোশল রাজা কেশপুত্র ও কপিলাবস্তু নিয়ে গঠিত ছিল। 

4. মগধ রাজ্য কোন্ কোন্ রাজ্য নিয়ে গঠিত ছিল?
[Magadha kingdom consisted of which states?]
উঃ পাটনা ও গয়া রাজ্য নিয়ে গঠিত ছিল।

5. বজ্জি বা বৃজি রাজ্য কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল ?
[How far was Bajji or Briji kingdom?]
উঃ গঙ্গানদীর উত্তর কুল থেকে নেপাল পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল।

6. কুরু রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল? 
[Where was the capital of the Kuru kingdom located?]
উঃ কুরু রাজ্যের রাজধানী ছিল ইন্দপত্ত বা ইন্দ্রপ্রস্থ।

7. ষোড়শ মহাজনপদের যুগে প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল কি?
[In the era of the sixteenth Mahajanapada, was the democratic system prevalent?]
উঃ এই সময় প্রজাতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত ছিল। 

8. বৌদ্ধরা এক সময় ক’টি সম্প্রদায়ে বিভক্ত হয় এবং কি কি?
[How many sects did Buddhists at one time divide into, and what?]
উঃ বৌদ্ধরা হীনযান এবং মহাযান— এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়।

9. জৈনধর্মের পৃষ্ঠপোষক একজন রাজার নাম করুন।
[Name one king who patronized Jainism.]
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।

10. গৌতম বুদ্ধ প্রথমে কোথায় তাঁর ধর্মমত প্রচার করেন?
[Where did Gautama Buddha first preach his religion?]
উঃ সারনাথে।

11. গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে অভিহিত হয় ?
[What is the name of Gautama Buddha’s renunciation?]
উঃ মহাপরিনির্বাণ।

12. মহাযানী বৌদ্ধদের মধ্যে দার্শনিক কে ছিলেন?
[Who was the philosopher among the Mahayana Buddhists?]
উঃ নাগার্জুন।

13. গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন?
[Where did Gautama Buddha die?]
উঃ বর্তমান উত্তরপ্রদেশের অন্তর্গত কুশীনগরে।

14. ‘মধ্যপন্থা’ কে উদ্ভাবন করেন?
[Who invented ‘Madhyapantha’?]
উঃ গৌতম বুদ্ধ।

15. আর্যসত্য কাকে বলে?
[What is Aryasatya?]
উঃ গৌতম বুদ্ধ যে চারটি মহৎ সত্য উপলব্ধি করবার কথা বলেছেন তাকেই আর্যসত্য নামে অভিহিত করা হয়।

16. চতুর্যাম’ কাকে বলে?
[What is Chaturam?]
উঃ পার্শ্বনাথ প্রবর্তিত ৪টি ব্রতকে ‘চতুর্যাম’ বলা হয়। যথা- অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য এবং সম্পদের উপর অনাসক্তি।

17. জৈন কাদের বলা হয় ?
[Who is called Jain?]
উঃ ‘জৈন’ শব্দটি ‘জিন’ শব্দ থেকে সৃষ্টি হয়েছে। ‘জিন’  দের উপাসককে ‘জৈন’ বলা হয়।

18. শ্বেতাম্বরদের ধর্মগ্রন্থের নাম কি ?
[What is the name of the scriptures of Shwetambaras?]
উঃ ‘জৈন আগম’ বা ‘জৈন-সিদ্ধান্ত’।

19. দিগম্বর জৈনদের ধর্মগ্রন্থ কোনটি?
[Which is the scripture of Digambara Jains?]
উঃ চতুর্বেদ।

20. ‘পূর্ব’ (Purvas) কি?
[What is Purvas?]
উঃ মহাবীরের মূল ধর্মোপদেশগুলি যে চৌদ্দটি খণ্ডে সংরক্ষিত হয় সেগুলিকে ‘পূর্ব’ বলা হয়। ‘পূর্ব’ অর্থাৎ প্রাচীন সংকলন।

আরও পড়ুনঃ-

1. প্রাক – হরপ্পা, হরপ্পা সংস্কৃতি MCQ




21. মহাবীরের প্রকৃত নাম কি ?
[What is the real name of Mahavir?]
উঃ বর্ধমান।

22. জৈনধর্মের চারটি মূলমন্ত্র কি?
[What are the four principles of Jainism?]
উঃ অহিংসা, অহ্যত, অস্তেয় ও অপরিগ্রহ— এই চারটি হ’ল জৈনধর্মের মূলমন্ত্র। 

23. মহাবীরের মতে নির্বাণলাভ ও মুক্তিলাভের তিনটি উপায় কি কি?
[According to Mahavir, what are the three ways of attaining Nirvana and liberation?]
উঃ সৎ জ্ঞান, সৎ কর্ম এবং সৎ ব্যবহার।

24. ‘অঙ্গ’ কাকে বলে ?
[What is ‘Angya’?]
উঃ জৈনধর্মের পুনঃপ্রবর্তনের উদ্দেশ্যে জৈনগণ দ্বারা আহুত পাটলিপুত্র নগরীতে জৈন ধর্মসভার সিদ্ধান্তগুলি যে দ্বাদশ খণ্ডে সঙ্কলিত হয় সেগুলিকে ‘অঙ্গ’ বলা হয়।

25. কোন ঘটনাকে ‘মহানিষ্ক্রমণ’ বলে।
[An event called ‘Mahanishkraman’.]
উঃ মানুষের প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধের গৃহত্যাগ করে সন্ন্যাস যাত্রার ঘটনাকে মহানিষ্ক্রমণা বলা হয়।

26. জৈনদের সর্বশেষ বা ২৪তম তীর্থঙ্কর কে ছিলেন? 
[Who was the last or 24th Tirthankara of Jains?]
উঃ মহাবীর।

27. প্রতিবাদী ধর্ম সম্প্রদায়গুলির মধ্যে কোন সম্প্রদায় প্রাচীনতম ? 
[Which of the Protestant sects is the oldest?]
উঃ প্রতিবাদী ধর্ম সম্প্রদায়গুলির মধ্যে আজিনিক সম্প্রদায় প্রাচীনতম।

28. মহাবীরের জন্ম কবে হয়েছিল?
[When was Mahavir born?]
উঃ আনুমানিক খৃঃ পূর্ব ৫৪০ অব্দে বর্ধমানের জন্ম হয়।

29. জৈনধর্ম ভারতে টিকে গিয়েছিল কেন? 
[Why did Jainism survive in India?]
উঃ জৈনধর্ম ভারতের জাতিভেদ প্রথা এবং আচার অনুষ্ঠানের সঙ্গে আপোষ করেছিল বলে টিকে গিয়েছিল।

30. জৈন ধর্ম বিশ্বাসের দু’টি স্তম্ভ কি কিছু
[What are the two pillars of Jainism?]
উঃ জীব ও অজীব— এই দুটি শব্দকে জৈন ধর্ম বিশ্বাসের দুটি স্তম্ভ বলা যায়।

31. ত্রিরত্ন কি ?
[What is Triratna?]
উঃ মহাবীর তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেন— সৎকর্ম, সৎ ব্যবহার এবং সৎ জ্ঞান। এদের বলা হয় ত্রিরত্ন।

32. জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ?
[Who is the real promoter of Jainism?]
উঃ জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক ছিলেন পার্শ্বনাথ।

33. গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল?
[Where was Gautama Buddha born?]
উঃ শাক্য রাজ্যের রাজধানী কপিলাবস্তুর নিকটবর্তী লুম্বিণীবনে গৌতমের জন্ম হয়।

34. ধর্মচক্র প্রবর্তন কি?
[What is Dharmachakra introduction?]
উঃ বারাণসীর নিকটবর্তী ঋষিপতন বা বর্তমানের সারনাথ গ্রামের মৃগবনে বুদ্ধদেব তার পাঁচজন শিষ্যকে প্রথম উপদেশ দান করেন। বৌদ্ধ ইতিহাসে এটাই ধর্মচক্র প্রবর্তন।

35. বুদ্ধদেবের অন্যতম প্রধান শিক্ষা কি ছিল?
[What was one of the main teachings of Buddha?]
উঃ অহিংসাব্রত পালনই অর্থাৎ সর্বজীবের প্রতি করুণা ও মৈত্রীর মনোভাব পোষণ করা বুদ্ধদেবের অন্যতম প্রধান শিক্ষা।

36. অষ্টাঙ্গিক মার্গ কি?
[What is Ashtangik Marg?]
উঃ নির্বাণলাভের জন্য বুদ্ধদের আটটি সুমহান পন্থার নির্দেশ দিয়েছেন। এগুলিকে অষ্টাঙ্গিক মার্গ বলে।

37. বুদ্ধদের কত খ্রীষ্টপূর্বাব্দে মারা যান ?
[How many BC did the Buddha die?]
উঃ অধ্যাপক কোশাম্বীর মতে খ্রীষ্টপূর্ব ৫৪৩ অব্দে বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করেন। 

38. ভারত ছাড়া আর কোথায় কোথায় বৌদ্ধধর্ম বিস্তার লাভ করে প্রধান ধর্মে পরিণত হয়?
[Where else than India did Buddhism spread and become a major religion?]
উঃ ব্রহ্মদেশ, সিংহল, জাপান এবং তিব্বতে এখনও বৌদ্ধধর্মই প্রধান ধর্ম।

39. জৈন ধর্মমতে মুক্তি কি?
[What is liberation according to Jainism?]
উঃ জৈন ধর্মমতে জন্মান্তর ও কর্মফল থেকে নিষ্কৃতি লাভের নাম মুক্তি।

40. দ্বাদশ অঙ্গ কি?
[What is the Twelve Links?]
উঃ খ্রীঃপূর্ব ৩০০ অব্দে পাটলিপুত্রে এক ধর্ম সম্মেলনে জৈনধর্মের প্রবর্তক মহাবীরের অনুগামীরা তাঁর উপদেশ বারোটি খণ্ডে লিপিবদ্ধ করেন। এগুলি দ্বাদশ অঙ্গ।

41. চতুর্যাম কি? 
[What is Chaturjam?]
উঃ জৈন ধর্মের প্রবক্তা পার্শ্বনাথ যে চারটি শিক্ষা দিয়েছিলেন তা চতুর্যাম নামে পরিচিত।

42. বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
[What is the name of the main Buddhist scriptures?]
উঃ ‘ত্রিপিটক’ অর্থাৎ বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক।।

43. জাতক কি?
[What is Jataka?]
উঃ বৌদ্ধধর্ম সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ। এতে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী লিপিবন্ধ রয়েছে।

44. দিগম্বর কারা ?
[Who are the digambars?]
উঃ যারা আগের মত শ্বেতবস্ত্র পরিধানের পক্ষপাতী হলেন তাদের বলা হত শ্বেতাম্বর।

45. শ্বেতাম্বর কারা ?
[Who is Shwetambara?]
উঃ যারা মহাবীরের মত বস্ত্রহীন থাকতে রাজি হলেন তাদের বলা হত দিগম্বর।

46. জৈন ও বৌদ্ধধর্মের মধ্যে দুটি সাদৃশ্য লেখ।
[Write two similarities between Jainism and Buddhism.]
 উঃ- 
(ক) দুটি ধর্মই অহিংসার উপর প্রতিষ্ঠিত।
(খ) দুই ধর্মই কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী।

Leave a Reply