Join Whatsapp Group

Join Telegram Group

পেডোফিলিয়া একটি মানসিক রোগ | Nana Ronger Itihas

 

‘পেডোফিলিয়া’ একটি মানসিক রোগ 

দেশের
শতকরা ৯৫ ভাগ পুরুষই
জেনে বা না জেনে,
সচেতনেঅবচেতনে এক একজন পেডোফিল
(paedophile) অর্থাৎ শিশুযৌন নিযার্তক। শিশুকে স্পর্শ করে স্নেহ বা আদর করা
এদেশের একটা অপসংস্কৃতি। যার প্রচ্ছন্ন ছত্রছায়ায় ক্রমেই বেড়ে ওঠে একজন যৌন নিপীড়ক।


আমি  নিশ্চিত
করে বলতে পারতাম না, যদি আমি প্রত্যক্ষ না করতাম। নিজে
যখন শৈশবে আত্মীয়অনাত্মীয় বা স্বজন মহিলা
দ্বারা এই ধরনের molest হতাম।
তখন মোলেস্ট কি তার সম্পর্কে
আমার কোন ধারণা ছিল না। বিশ্ববিদ্যালয় জীবনে এসে প্রথম পেডোফিল সম্পর্কে জানলাম, দেখলাম বুঝলাম এবং সচেতন হলাম।

 

লক্ষ্য
করলাম, যখনই কোন শিশু নাগালের মধ্যে আসে, দেশের প্রায় প্রতিটি পুরুষের চোখ চকচক আর হাত নিশপিশ
করে শিশুটিকে কচলে
দেয়ার জন্য। কন্যা শিশুর বেলায় তো কোন ছাড়
নেই। ছেলে শিশুরাও রেহাই পায় না তা থেকে।
সে থেকে ১৮
বছর পযর্ন্ত যেই হোক না কেন। প্রথমত,
টেনে কোলে বসাবে, গাল টিপে দেবে, পিঠ কচলে দেবে, হাত ধরে টিপতে থাকবে, উরুতে হাত দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করবে। কেউ কেউ আবার চেয়ারে বা টুলে উঁচু
করে বসতে সাহায্য করতে গিয়ে বগলের নিচে হাত ঢুকিয়ে আস্তে করে স্তন টিপে দিচ্ছে। যারা এসব করেন, তারা ভেবেই নেন অন্যরা বিষয়টি নির্দোষ মমতা হিসেবেই দেখছেন। কারণ শিশুরা তো পবিত্র, তাদের
প্রতি কারো কোন রকম যৌনানুভূতি হতে পারে না। তাই যদি হবে তবে তিন মাসের কন্যা শিশু ধর্ষণের শিকার হয় কীভাবে? সত্যিকার
অর্থে দেখতে মানুষের মত কিছু লোক
সর্বদাই তার পাশবিকতা নিয়ে নিরীহ গোবেচারা হয়ে সুযোগ খুঁজতে থাকে।

 

আমাদের
দেশের পুরুষেরা জানেনই না বা জানতে
চানও না, নিজের বা অন্যের শিশুদের
সাথে কতটা দূরত্ব রাখা নিরাপদ এবং ভদ্রজনোচিত। শিশু হলেই যে তাকে স্পর্শ
করা যাবে, দলাইমলাই করা যাবে, এই পাশবিক আচরণ
তিনি বা তারা সমাজপ্রতিবেশ থেকে রপ্ত করেন।

 

সমাজ
যখন স্খলনকে বৈধতা দেয়, তখন ব্যক্তি চরিত্র দুর্দমনীয় হয়ে ওঠে। এমনকি, আমি অনেক বাবামাকে বলতে শুনেছি, কাকা বা মামা ডাকছে,
যাও, কাছে যাও। যদিও বা শিশুটি যেতে
গড়িমসি করে, তখন তাকে বলা হয় বেয়াদবি করো
না। আবার অনেক অভিভাবককে বলতে শুনেছি, ‘যাও পায়ে হাত দিয়ে নমস্কার কর আর
সেই নমস্কারের হিসেবে দেখেছি আগন্তুক খপ
করে বুকে জড়িয়ে একটু যৌন সুধা পান করে নেয়। কেউ কেউ বলতে পারেন, সব স্পর্শ কামযুক্ত
থাকে না।

 

তাদের
জন্য বলছি, অনুগ্রহ করে এইমাইন্ড সেটথেকে বেরিয়ে আসুন। অন্যের কন্যা শিশুকে খুব কম পুরুষই নির্দোষ
স্পর্শ করে। আজ যদি আপনি
সতর্ক না হোন, যদি
প্রচলিত ধারণার বশবর্তী হোন, তবে আপনার শিশুটিও কোন শকুনী মামাচাচার লালসার শিকার হয়ে এক রকমের ট্রমা
নিয়েই হয়তো বড় হতে থাকবে।
আমাদের দেশে যদিও শিশুযৌন নির্যাতনের বিরুদ্ধে কিছু আইন আছে, আমরা আন্তর্জাতিক শিশু সনদে স্বাক্ষরকারী একটি দেশ। যদিও সে সকল আইনের
ব্যবহারিক দিক শূন্যের কোঠায়; তবু তো কিছু আইন
আছেহোক না সেটা শুধুই
কাগজে।

 

বর্তমান
পেডোফিলদের বলছি, কন্যাশিশুরা জন্মের মধ্য থেকেই তৃতীয় নয়নের অধিকারী। প্রকৃতিই তাদের শিখিয়েছে কোনটা নষ্ট স্পর্শ। সুতরাং শিশু বলে তাদের বোধ বা শক্তিহীন ভাববেন
না। মনে রাখা উচিত, আগুন জ্বালাতে একটা দেশলাইয়ের কাঠিই যথেষ্ট। সময়ের পরিক্রমায় আপনি ক্ষমা নাও পেতে পারেন।

কলমে –  বকুল মিত্র, মতামত নিজস্ব

।। আগ্রহী লেখকদের আহ্বান।।

আপনাদের মূল্যবান লেখা পাঠিয়ে দিন আমাদের। যেকোনোও সময়, যেকোনও দিন। আমরা প্রকাশ করবো।

বিষয়:-
বিজ্ঞানের আবিষ্কার,চলচ্চিত্র, খেলাধুলা, সভা-সমিতি, মনীষীদের জীবন, ধর্মান্ধতা, সামাজিক সংকট, কুসংস্কার বিরোধী, পলিটিক্যাল স্ক্যাম, পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল টেরোরিজম, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন যেকোন বিষয়েই লেখা পাঠানো যাবে।

নির্দিষ্ট কোন শব্দ সীমা নেই।
WhatsApp করে লেখা পাঠান:- 8116447650

…. প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের WhatsApp নম্বরে

2 thoughts on “পেডোফিলিয়া একটি মানসিক রোগ | Nana Ronger Itihas”

  1. ছোট ছোট বিষয়…. গুরুত্ব দেই না…. ধন্যবাদ লেখক ….. ছোট বিষয় কিন্তু জটিল বিষয়, একদম গোরা থেকে আলোচনা করেছেন….. অনেক কিছু জানতে পারলাম। আত্ম-সমালোচিত হলাম। ধন্যবাদ।

    Reply

Leave a Comment