হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির ভৌগলিক অবস্থানের কথা উল্লেখ করুন?
হরপ্পা সভ্যতার অবস্থান কোথায়
mention the geographical location of important centers of Harappan civilization ?
উত্তর
১৯২২ খ্রিস্টাব্দে প্রসিদ্ধ বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো নামক স্থানে কতগুলি উঁচু ঢিপির সন্ধান পান এবং খনন করে সেখানে ধ্বংসস্তূপ আবিষ্কার করেন। ঠিক একই সময়ে দয়ারাম সাহানি রাভি নদীর তীরে পাঞ্জাবে (বর্তমান পাকিস্তান) মন্টোগোমারি জেলার হরপ্পাতে একই প্রকার ধ্বংসস্তূপ আবিষ্কার করেন। পরে তৎকালীন ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের Director, Sir John Marshall-র তত্ত্বাবধানে এইসব স্থানের খনন কার্য পরিচালিত হয়। এই প্রচেষ্টার ফলেই ভারতের উত্তর পশ্চিম প্রান্তে সিন্ধু নদের তীরে প্রাক আর্য যুগের এক সুমহান সভ্যতার সন্ধান পাওয়া যায়। এই সভ্যতা ভারতের ইতিহাসে সিন্ধু সভ্যতা বা বর্তমান হরপ্পা সভ্যতা নামে পরিচিত। হরপ্পা ও মহেঞ্জোদারো এর মধ্যে কয়েকশো মাইলের ব্যবধান হলেও ওভয়ই একই সংস্কৃতির অন্তর্গত। সুতরাং এই সভ্যতা কোন সংকীর্ণ স্থানে সীমিত নয় এবং কোন মতেই স্থানীয় বা অলৌকিক নয়।